মানব সৃষ্টির মূল উদ্দেশ্য এবং তাৎপর্য

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহThe goal and purpose of human life-মানব জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য,shomajbiggan.blogspot.com

মানব জীবনের মর্যাদাঃ


মহান আল্লাহ তায়ালা নিজ হাতে মানব সৃষ্টি করেছেন। এবং  মানুষকে তার সঠিক মর্যাদা ও উপযুক্ত সম্মান দিয়েছে। মানুষকে আল্লাহ
তাআলা এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। মানুষকে সকল সৃষ্টির সেরা করে সৃষ্টি
করেছেন। 

সকল সৃষ্ট জীবের মধ্যে মানুষকে আশরাফুল মাখলু সেত' হিসেবে সম্মান
দিয়েছেন। পৃথিবীর সবকিছু মানুষের অধীন করে দিয়েছেন। আর মানুষকে নিজের বান্দা ও
খলিফা হিসেবে ঘােষণা দিয়ে নিজের সাথে সম্পর্কিত করেছেন। সৃষ্টিলােকে মানুষের মর্যাদা,
শ্রেষ্ঠত্ব এবং বিশিষ্টতা এখানেই।

কুরআন ও হাদিস পর্যালােচনা করলে দেখা যায়, ইসলাম মানুষকে যতখানি মর্যাদা,
গুরুত্ব এবং সম্মান দান করেছে অন্যকোনাে ধর্ম বা মতবাদে তা দেয়নি।


মানব সৃষ্টির বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য হলাে-

১) মানব সৃষ্টির মূল্য উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করা। আল্লাহ তাআলার
লক্ষ্য ও উদ্দেশ্য পৃথিবীতে বাস্তবায়ন করা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘােষণা করেন,
وإذ قال ربك للملكة إني جاعل في الأرض خلقة.
অর্থাৎ, “আর যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন- আমি পৃথিবীতে
আমার প্রতিনিধি প্রেরণ করব।” এ আয়াত থেকে মানব সৃষ্টির উদ্দেশ্য পরিস্কার হয়ে যায়
যে, মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য সৃষ্টি হয়েছে।


২)মানুষকে  সৃষ্টি করা হয়েছে এ উদ্দেশ্যে যে, সে আল্লাহ তাআলাকে বিশ্বলােকের
স্রষ্টারূপে চিনবে, জানবে এবং সমগ্র জীবনব্যাপী দাসত্ব করবে কেবল তারই। সে এখানে
আল্লাহর খিলাফাতের দায়িত্ব পালন করবে। তাঁর সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে সে তার এ সংক্ষিপ্ত
নির্দিষ্ট জীবনকালে বিরাট আমানত বহন করবে। আর সে আমানতের মর্যাদা রক্ষা করে চলবে।

সে আমানত হচ্ছে শরীআত পালনের দায়িত্ব, আল্লাহর নিকট জবাবদিহির বাধ্যবাধকতা ।
এক্ষেত্রে অবশ্য তাকে বহু প্রকারের বাধাবিপত্তি, অবরােধ ও দুঃখকষ্টের সম্মুখিন হতে হবে।।
এসব তাকে নীরবে সহ্য করে নিতে হবে, একটুও ঘাবড়ানাে যাবে না, ভয় পাওয়া চলবে না।

কেননা এসব দুঃখকষ্টই তাে তার আত্মাকে পরিশুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন,
وما خلت الجن والإنس الا ليعبدون -
অর্থাৎ, “আমি জ্বীন ও মানবজাতিকে আমার দাসত্ব, আনুগত্য ও ইবাদাত করার
জন্য সৃষ্টি করেছি।”

 অপর এক আয়াতে আল্লাহ তা'আলা বলেন,
فحيم اما خلقناكم عبثاواتكم إلينا ترجعون۔
অর্থাৎ, “তােমরা কি এ ধারণা করে বসে আছ যে, আমি তােমাদেরকে নিতান্তই অর্থহীন,
উদ্দেশ্যহীন করে সৃষ্টি করেছি এবং তােমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না?” (আল-
মুমিনুন)



মানব জীবন সফল করতে যা করতে হবেঃ

১) জীবনে বড় হতে হলে অসম্ভব পরিশ্রমী হতে হবে, নাে
শর্টকাট।

২) এডিসন বলেন, সাফল্য হলাে ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল৷

৩) যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি
পড়তে পারে না দুই-ই সমান।

৪) আপনি কি অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৫) ঘুমানাের মজা আর ভাের দেখার মজা একসাথে পাওয়া যাবে না' যখন জীবন কে চাবুক মারতে হয় তখন জীবন টা কে উপভােগ করলে জীবনে সফল হওয়া যাবে না।

৬) পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭) যে সবকিছু তৈরী পাওয়ার জন্য তৈরী, সে জীবনে কিছু করতে পারে না! সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়৷

৮) NO মানে একেবারে না নয়! NO = Next
Opportunity .

৯) জয়ী হতে হলে কি কি করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয় আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১০) আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১১) হযরত আলী (রা,) বলেন জীবন হলো পরিশ্রম করার যায়গা, বিশ্রাম নেয়ার যায়গাতো পরকালে সারা জীবন পড়ে আছে। 


সুতরাং আল্লাহ তায়ালা আমাদের উদ্দেশ্য সারা সৃষ্টি করেননি।মানব জীবন সুখের করতে চাইলে আমাদের পরিশ্রম করতে হবে।বিশ্রাম নেয়ার যায়গাতো পরকালে সারাজীবন পড়ে আছে। 

অবশ্যই পড়ুন, 

মানব সৃষ্টির সূচনা

অন্যান্য সৃষ্টির মাঝে মানুষের মর্যাদা শেষ্ঠ কেন?





লেখকঃA.K

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন