কাবাঘর নির্মানকারীগন ও কাবা শরীফের সম্প্রসারণগনের নাম।

কাবাঘর নির্মানকারীগন ও কাবা শরীফের সম্প্রসারণ।shomajbiggan.blogspot.com









বিসমিল্লাহির রাহমানির রাহিম। 

আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ।

কাবাঘর নির্মাণকারীগণ:

১. ফেরেশতা, 

২ হযরত আদম আ.,

 ৩, হযরত শীস আ.,

 ৪, হযরত ইবরাহীম ও হযরত ইসমাঈল আ.,

 ৫, আমালে জাতি,

 ৬. জাহাম জাতি,

 ৭. কসাই ইবনে কেবলা,

 ৮, কুরাইশ সম্প্রদায় (৬০৫ খি.), 

৯. হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর রাখি, (৬৫ হিজরী, মুতাবিক ৬৮০ খ্রি.)

 ১০, হাজ্জাজ ইবনে ইউসুফ (৭৪ হিজরী মুতাবিক ৬৯৩ খ্রি.।



কাবা শরীফে সৃষ্টিলগ্ন থেকে শেষ  নবী হযরত মুহাম্মল সা. পর্যন্ত কাবা
শরীফের চতুর্দিকের উন্মুক্ত স্থানকে মসজিদে হারাম বলা হত। চতুর্দিকে
কোন দেয়াল ৰা বাউভাবী ছিল না। রাসূল সা. এর যামানায় মসজিদে
হারামের সীমানা ছিল ১৪৯০ বর্গ কি. মিটার ২০০ বর্গ কিলােমিটার।



কাবা শরীফের সম্প্রসারণগনঃ

১. হযরত ওমর রাযি, ১৭ হিজরীতে ৬৩৯ খ্রিস্টাব্দে ৮৬০ বর্গমিটার সম্প্রসারণ করেন।

২. হযরত উসমান রাযি.. ২৬ হিজরীতে, ৬৮৪ খ্রিস্টাব্দে সম্প্রসারণের পর মসজিদে হারামের পরিমাণ চতুর্দিকে ২০৪০ বর্গ কি.মি ছিল।

৩, হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের রাযি. ৬৫ হিজরীতে, ৬৮৫ খ্রিস্টাব্দে ৪৫০ বর্গমিটার সম্প্রসারণ করেন।

৪, ওয়ালিদ ইবনে আবদুল মালেক রহ এর হাতে ৯১ হিজরীতে, ৭০৯ খ্রিস্টাব্দে সম্প্রসারণ কেবল পূর্বদিকে ২৩০০ বর্গমিটার হয়েছিল।

৫. আর জাফর মনসুর আব্বাসী রহ ১৩৭ হিজরীতে ৭৫৫ খ্রিস্টাব্দে এর সম্প্রসারণ ৪০৭০ বর্গমিটারে দাড়ায়।

৬. খলীফা মুহাম্মদ মাহদী আব্বাসী রহ, ১৬০ হিজরীতে, ৭৭৭ খ্রিস্টাব্দে পূর্ব, পশ্চিম ও উত্তরে সম্প্রসারণের পরিমাণ ৭৯৫০ বর্গমিটার ছিল।

৭ খলীফা মুহাম্মদ মাহদী ১৬৪ হিজরীতে, ৭৮১ খ্রিস্টাব্দে হজ করতে আসলে দক্ষিণ দিকে ২৩৬০ বর্গমিটার বাড়ান।

৮, খলীফা মুতামিন বিল্লাহ আব্বাসী ২৮৪ হিজরীতে, ৮৯৭ খ্রিস্টাব্দে সম্প্রসারণের পরিমাণ ছিল ১২৫০ বর্গমিটার।

৯, অলীফা মুকতালিম আব্বাসী বাহ, ৩০৬ হিজরীতে, ৯১৮ খ্রিস্টাব্দে পশ্চিমে ৮৫০ বর্গমিটার সাম্প্রসারণ করেন।

১০. তুর্কী খলীফা সালিম উসমানী ১৯৭৯ হিজরীতে, ১৫১৭ খ্রিস্টাব্দে সমস্ত ইমারত ভেঙ্গে ওই স্থানেই নতুন করে ইমারত তৈরি করেন।

১১. মালিক আবদুল আযীয রহ, ১৩৭৫ হিজরীতে, ১৫৭১ খ্রিস্টাব্দে এবং তার মৃত্যুর পর আবদুল্লাহ ইবনে আবদুল আযীয সর্ববৃহৎ পরিমাণে
সমম্প্রসারণের কাজ করেন। সম্প্রসারণের পরিমাণ ছিল ১,৯৩০০০ বর্গমিটার।


১২। বাদশাহ ফাহাদ ইবনে আবদুল আযীয
১৯৮৮ খ্রিস্টাব্দে ৭৬০০০ বর্গ কি,মি, আন্ডার গ্রাউন্ড সহ তিন তলা বিশাল ১৪৩৯ হিজরীতে,
প্রাসাদ নির্মাণ করেন।




লেখকঃA.K
--

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন