ইসলামিক শিক্ষনীয় কিছু কথা ও উক্তিঃ
আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
 |
ইসলামিক উক্তি |
**কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে।**
**তুমি তোমার জীবনে নামাজ নিয়ে আসো,নামাজ তোমার জীবনে শান্তি নিয়ে আসবে ।**
**নবীজি(সা.) এর কন্ঠে কুরআন তেলাওয়াত এতই মধুর ছিল । আবু জাহেলও লুকিয়ে- লুকিয়ে শুনতো।**
**বিনা যুদ্ধে,বিনা নোটিশে।আজ পুরো বিশ্ব গৃহবন্দী। একেই বলে মহান আল্লাহর রাজত্ব।**
**রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা ।**
**- ইয়া আল্লাহ তোমার আসমান জমিনের সকল গজব। - থেকে সবাইকে রক্ষা করো।- আমিন-**
আরও পড়ুন,
**- হোক মেয়ে কিংবা ছেলে।- কালো মানুষ কখনো কারো প্রিয় হয় না ।**
**লোকে কি ভাবলো কি করলো তা ভেবে কিছু করো না।কারণ মনে রেখো জীবনটা তোমার লোকের নয়।**
**শূন্যতায় বন্দি আমি, তুমি বন্দি খেয়ালে।ভাষা গুলো আটকে আছে, নিরবতার দেয়ালে।**
** সবচেয়ে বড় চাকরি হচ্ছে নামাজ।- যার বেতন হচ্ছে জান্নাত।**
**না পাওয়ার চাইতে।পেয়ে হারানোর ব্যথা বেশি কষ্টদায়ক।**
**ইয়া বারিও,এই পবিত্র নামটি প্রত্যহ ৭ বার করে পড়লে কবর আযাব মাফ হয়।**
**সন্তানের প্রতি পিতা মাতার দোয়া । আল্লাহর কাছে তারাতাড়ি কবুল হয়।সুবহানাল্লাহ।**
**একজনের কাছে চাইলে কখনো। - খালি হাতে ফিরতে হয় না।- তিনি হলেন মহান আল্লাহ।**
**ইসলামে শুধু নারীদের পর্দা কথা বলা হয় নাই। - ছেলেদের দৃষ্টি ও ভালো করতে বলেছে।**
**আমি কখনো যাইনি তবে শুনেছি।মদিনা শরীফের বাতাসেও।জান্নাতের খুশবো পাওয়া যায়।**
**হাজার অসৎ বন্ধুর চেয়ে ।একজন গরীর সৎ বন্ধুর সাথে চলাফেরা করা অতি উত্তম। -হয়রত ওসমান(রাঃ)**
**যে ব্যাক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে,আল্লাহ তার ইচ্ছা অপূর্ন রাখেন না।।- হযরত আলী ( রাঃ)**
**ইনশাআল্লাহ্।- স্বপ্নগুলো একদিন পূরণ করে দিবে আল্লাহ্।**
**পৃথিবীর Best Sound আজান।- পৃথিবীর Best Book আল-কোরআন।- পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম।**
**তওবা করতে লজ্জিত হয়ো না।-মনে রেখো তোমার গুনাহের।চাইতে আল্লাহ্'র ক্ষমা অনেক বড়।**
** দুনিয়া টা আল্লাহর রহমতে ঘেরা ।কিন্তু দুনিয়ার মানুষ গুলো অহংকারে সেরা।**
**নামাজ পড়লে আমার লাভ হবে আল্লাহ্র না,আমার তাকে প্রয়োজন তার আমাকে নয়।**
**একদিন আমাকেও সবাই মিস করবে।হয়তো সেদিন আমি এই পৃথিবীতে থাকবোনা।**
**ইসলাম,- অহংকার করতে শেখায় না।ইসলাম,- শুকরিয়া আদায় করতে শেখায় ।**
**হে আল্লাহ আমার অতীত কে ক্ষমা করুন।এবং আমার ভবিষ্যৎ কে পরিবর্তন করুন ।**
**- নামাজ কে কখনো কাজের দোহাই দিয়ো না । - হতে পারে এটাই তোমার শেষ নামাজ।**
**দোয়ার সময় হাঁচি আসা। দোয়া কবুলের লক্ষ্মণ । সুবহানাল্লাহ**
**আস্তাগফিরুল্লাহ অধিক পাঠ করলে।- আল্লাহ দোয়া কবুল করেন ।**
** শিক্ষিত হয়ে লাভ কি? - যদি মুখের ভাষায়ই ঠিক না থাকে।**
**বিপদে পড়লে আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবেন না ।সুতরাং তাকে ডাকুন।**
**খুব বেশি কিছু চাই না আল্লাহর কাছে ।- ততটুকুই চাই যতটুকু হলে ভালো থাকা যায়।**
**হাজারটা ধর্মের মধ্যে আমরা মুসলিম। -আলহামদুলিল্লাহ।হ্যাঁ এটাই আমাদের সৌভাগ্য।**
**আল্লাহর কাছে একটাই চাওয়া। - আমার দ্বারা কেউ যেনো কোনদিন কষ্ট না পায়।**
আরো পড়ুন,
সংগৃহীত
Nice
উত্তরমুছুনThank you
উত্তরমুছুনNice
উত্তরমুছুনGood post
উত্তরমুছুনNice post thanks
উত্তরমুছুনআমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না ।
উত্তরমুছুনGood
উত্তরমুছুনভালো 😊
উত্তরমুছুন