বুদ্ধিমান হওয়ার সহজ ১৫ টি উপায়

আমরা সবাই চাই বুদ্ধিমান হতে।আমরা ভাবি বুদ্ধিমানরা জন্ম গ্রহণ করে ইন্টেলিজেন্স হয়ে,তা সম্পুর্ন সত্য নয়। আবার ভাবি হয়তো বুদ্ধিমান হতে অনেক কাঠ কয়লা পুড়াতে হয়! আসলে কিছু সহজ নিয়ম মেনে চললেই আমরা বুদ্ধিমান হতে পারবো। চলুন জেনে নেয়া যাক সেই টিপস গুলো


বুদ্ধিমান হওয়ার সহজ ১৫ টি উপায়


১) কথা কম বলতে হবে। কম কথা বললে আপনাকে সবাই মুল্যয়ন করবে।কথা কম বলার ৭টি উপকারিতা


২) কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না।


৩) চিন্তা-ভাবনা ছাড়াই কারো সাথে বন্ধুত্ব গড়ে তোলা যাবেনা।


৪) মরীচিকার পেছনে ছোটা বন্ধ করতে হবে।


৫) যাকে-তাকে প্রেম নিবেদন করা যাবেনা।

আবেগ নিয়ে খেলতে জানতে হবে।


৬) নিজের গোপনীয়তার রক্ষণ করতে জানতে হবে।


৭) মানুষ সম্পর্কে বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করতে হবে।


৮) অবসর সময়ে দেশি-বিদেশি বিখ্যাত বইগুলো পড়ে ফেলতে হবে।বই পড়ার উপকারিতা সম্পর্কে জানলে আপনিও পড়বেন


৯) জীবনযুদ্ধে ধাক্কা খেলে ভড়কে যাওয়া যাবে না।প্রতিটি ধাক্কায় আমাদের জন্য নতুন জ্ঞানের দ্বার খুলে দেয়।


১০) বুদ্ধিমান হতে হলে আপনার মাঝে প্রশ্ন করার উদ্যোগ জাগ্রত হতে হবে।বুদ্ধিমান ব্যক্তিরা বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে বেড়ান।

বুদ্ধিমান ব্যক্তিদের জানার আগ্রহ অত্যন্ত প্রবল।


১১) বুদ্ধিমান ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করতে ভুল করেন না।


১২) বুদ্ধিমান ব্যক্তিরা কোনো সিদ্ধান্ত নিতে হলে পারিপার্শ্বিক সবকিছু চিন্তা করেই সিদ্ধান্ত নেন।


১৩) বুদ্ধিমান হতে হলে আপনাকে হরহামেশাই প্রেমে পড়তে হবে!(প্রেম বলতে শুধুই তথাকথিত নর-নারীর প্রেম নয়,জ্ঞানী ব্যক্তি যে কোন কিছুরই প্রেমে পড়তে পারে)


১৪) বুদ্ধিমান হতে হলে ভুল করতে হবে এবং পরবর্তীতে সেটি থেকে শিক্ষা নিয়ে নতুন কোনো ভুল করতে হবে।


১৫) কোন কিছুতেই নিরাশ এবং হতাশ হওয়া যাবে না।বুদ্ধিমান মানুষ জীবনকে উপভোগ করে বেড়ান।


আরও


স্মার্ট ও নম্র হওয়ার ১০টি টিপস


শিশুর স্মৃতিশক্তি বাড়ানোর উপায়


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন