অজুর পর যে দোয়ায় জান্নাতের সুসংবাদ

অজুর পর যে দোয়ায় জান্নাতের সুসংবাদ


অজুর পর যে দোয়ায় জান্নাতের সুসংবাদ

পবিত্র ও পরিচ্ছন্ন থাকার অন্যতম উপায় অজু। নামাজ, কোরআন তিলাওয়াতসহ যেকোনো ইবাদতের জন্য অজু করা আবশ্যক।


মহানবী হযরত মুহাম্মদ (সা.) সুন্দরভাবে অজুর পর নিম্নের দোয়াটি পাঠকারীর জন্য জান্নাতের সুসংবাদ ‍দিয়েছেন।   দোয়াটি হলো- 

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ، اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু, আল্লাহুম্মাজ আলনি মিনাল মুতাতাহহিরিন।


অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তার কোনো অংশীদার নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ (সা.) তার বান্দা ও রাসুল। হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত করুন।


ওমর বিন খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সুন্দরভাবে অজু করবে অতঃপর এই দোয়া পড়বে ...তার জন্য জান্নাতের আট দরজা খোলা হবে। সে যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়ে তাতে প্রবেশ করবে।

 (মুসলিম, হাদিস নম্বর: ২৩৪, তিরমিজি, হাদিস নম্বর: ৫৫)


আরও পড়ুন


সূরা বাকারার শেষ দুই আয়াত! সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত


দোয়া কবুলের উত্তম সময়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন