সূরা বাকারার শেষ দুই আয়াত! সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত

সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত কি? সুরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করলে কি হয় জেনে নিন

সুরা বাকারার শেষ দুই আয়াত


সূরা বাকারার শেষ দুই আয়াত! সূরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত


آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ


সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত

সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলতের মধ্যে অন্যতম একটি হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে রাতের বেলা, রাতের যে কোন সময় এটি তেলাওয়াত করবে এই দুই আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যথেষ্ট হওয়া বুঝাতে গিয়ে বিশ্বি বিখ্যাত মুহাদ্দিস এবং সহীহ মুসলিমের হাদিস ব্যাখ্যা দানকারী রহিমানউল্লাহ মুসলিমের ব্যাখ্যা কার আন নাওওয়াউয় যিনি ❝ইমাম নববি❞ হিসেবে পরিচিত তিনি বলেছেন এটার মানে হল যে সেই রাত জেগে ইবাদত করার জন্য এটা যথেষ্ট হয়ে যাবে।


এজন্য ওলামায়ে কেরাম বলেছেন যে এ দুটি আয়াত অর্থাৎ সূরা বাকারার শেষ দুই আয়াত যদি কেও রাতে পরে ইনশাল্লাহ আপনাকে সারারাত জেগে পড়ার সমান সওয়াব মহান আল্লাহতালা তাকে দিবেন ইনশাআল্লাহ।

আরও পড়ুন

তওবার দোয়া | তওবার দোয়া বাংলা উচ্চারণ সহ

আয়াতুল কুরসি | আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ সহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন