সকালবেলা ভেজানো কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা কী জানলে আপনিও খাবেন

সকালবেলা ভেজানো কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা কী জানলে আপনিও খাবেন


কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি। প্রতি ১০০ গ্রাম খাদ্যপোযগী ছোলায় আমিষ প্রায় ১৮ গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় ৬৫ গ্রাম, ফ্যাট মাত্র ৫ গ্রাম, ২০০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’ প্রায় ১৯২ মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি-১ ও বি-২ আছে। এছাড়াও ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে। এছাড়াও রয়েছে আরও অনেক উপকার। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে।


সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা


ছোলার গুণাগুণ কারোই অজানা নয়। উচ্চ মাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার হলো ছোলা। ...


জ্বালাপোড়া দূর করেঃ

সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে। সালফার মাথা গরম হয়ে যাওয়া, হাত-পায়ের তলায় জ্বালাপোড়া কমায়।


মেরুদণ্ডের ব্যথা দূর করেঃ

এছাড়াও এতে ভিটামিন ‘বি’ও আছে পর্যাপ্ত পরিমাণে। ভিটামিন ‘বি’ মেরুদণ্ডের ব্যথা, স্নায়ুর দুর্বলতা কমায়।


ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে

ওজন কমায়

রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে

হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়

বার্ধক্যের ছাপ পড়তে দেয় না

চুল ভালো রাখে


ছোলা অত্যন্ত পুষ্টিকর। এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস। এতে আমিষ মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান। তাই খাদ্যতালিকায় ছোলা থাকলে মাছ মাংসের প্রয়োজন পরে না। ত্বকে আনে মসৃণতা। কাঁচা ছোলা ভীষণ উপকারী। তবে ছোলার ডালের তৈরি ভাজা-পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। তাই হজমশক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি।


আরও

খেজুর খাওয়ার উপকারিতা ও অপকারিতা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন