রোজা সম্পর্কে আলোচনা | ইসলামে রোজার বিধান

ইসলামি আকিদা-বিশ্বাস যখন মুসলমানদের অন্তরে খুব দৃঢ়ভাবে গেঁথে গেলো তখন নামাজের জন্য তাদের ইচ্ছা পুরোপুরি সৃষ্টি হলো। আর তা বৃদ্ধি পেতে পেতে ভালোবাসার পর্যায়ে গিয়ে পৌঁছল এবং তাদের মধ্যে শরীয়তের হুকুম-আহকাম ও আল্লাহর নির্দেশ পালন করার এমন এক মন ও মেযাজ সৃষ্টি হয়ে গেলো যে, মনে হচ্ছিল তারা যেনো ঐ সব হুকুম-আহকামের অপেক্ষায় থাকেন তখন আল্লাহ তায়ালা রোজার হুকুম নাযিল করলেন।

রোজা সম্পর্কে আলোচনা | ইসলামে রোজার বিধান


এটি হিজরতের দ্বিতীয় বর্ষের ঘটনা। এ সময় এই আয়াত নাযিল হলো—   হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেনো তোমরা পরহেযগারী অর্জন করতে পার। [সূরা বাকারা, আয়াত ১৮৩]


দ্বিতীয় এই আয়াত নাযিল হয়—   রমযান মাসই হলো সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সু-স্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে, সে এ মাসের রোযা রাখবে। [সূরা বাকারা, আয়াত ১৮৫]


এভাবেই মুসলমানদের মধ্যে রোজার বিধান চালু হয়। [নবিয়ে রহমত; সাইয়েদ আবুল হাসান আলি নদভি]

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন