জেনে নিন মোবাইলের লক ভুলে গেলে যেভাবে ফোন আনলক করবেন

কিভাবে ফ্লাশ দেওয়া যায় তা নিচে দেওয়া হলো:-

জেনে নিন মোবাইলের লক ভুলে যেভাবে ফোন আনলক করবেন

প্রথমে মোবাইল ফোন বন্ধ করুন।

এখন পাওয়ার বাটন আর ভলিউম বাটন একসাথে চেপে কয়েক সেকেন্ড ধরে রাখুন, যতখন না স্ক্রিনের উপরে এক কোণে কিছু অপশন আসবে,

অপশন এর এক জায়গায় লেখা থাকবে factory reset/ factory data reset.

তারপর এখানে স্কিন কাজ করবেনা, এখানে ভলিউম বাটনে নিচে ক্লিক করে (মুভমেন্ট বাটন হিসাবে কাজ করবে)

factory reset লেখাটাতে গিয়ে ভলিউম বাটনে উপরে (ইন্টার বা ওকে বাটন হিসাবে কাজ করবে) ক্লিক করলেই factory reset হওয়ার কাজ শুরু হয়ে যাবে।

কিছুখন অপেক্ষা করুন সব ফর্মেট হয়ে OS সেটাপ হতে।

কাজ হয়ে গেলে ওয়েলকাম জানাবে অখানে কিছু এগ্রিমেন্ট ও একাউন্টস এর লগিন তাইবে, স্কিপ করে সামনে চলে যাইতে পারবেন।

সবটুকু হতে ৫-১৫ মিনিট লাগতে পারে।


বিঃদ্রঃ

রিসেট/ফ্লাশ মারলে আগের সব ডাটাই হারাবেন, যদিনা ব্যাকআপ করা থাকে।

আর অবশ্যই রিসেট দেওয়ার পূর্বে মোবাইল এ ৩০ মিনিট চার্জ ব্যাকআপ দিবে এমন চার্জ করে নিবেন। না হলে ফর্মেট এর মাঝে চার্জ ফুরিয়ে বন্ধ হলে সর্বনাশ হবে, তখন আবার সেই সার্ভিস সেন্টারেই যেতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন