কবিরা গুনাহ | কবিরা গুনাহের তালিকা

কবিরা গুনাহের বর্ণনা


গুনাহ শব্দের অর্থ- পাপ, অপরাধ। যে সমস্ত কার্যাদি করলে আল্লাহ্ নারাজ বা অসন্তুষ্ট হন, যে সমস্ত কাজ তাঁর অপছন্দনীয়, তাই গুনাহ। গুনাহ দু' প্রকার : 

(ক) গুনাহে সগীরা ও 

(খ) গুনাহে কবীরা। 

নিম্নে উভয়টির পরিচয় দেয়া হলো-


কবিরা গুনাহ | কবিরা গুনাহের তালিকা


১. সগীরা গুনাহ বা ছোট পাপ :

 যে সমস্ত কাজ করলে আল্লাহ্ তা'আলা নারাজ হন, তবে শরিয়তে যার জন্য শাস্তির ব্যবস্থা নেই, আল্লাহ তা'আলা ইচ্ছা করলে তার জন্য শাস্তিও দিতে পারেন বা তওবা করলে ক্ষমাও করতে পারেন, তাকে 'গুনাহে সগীরা' বা ছোট পাপ বলা হয়। আল্লাহ্ তা'আলার ফরজ হুকুমসমূহ পালন করলে এবং অন্য সকল নফল ইবাদত করলে এবং তওবা করলে তার বরকতে সগীরা গুনাহ মাফ হয়ে যায়।


২. কবীরা গুনাহ বা জঘন্য অপরাধ ঃ

 যে সমস্ত গুনাহের কাজের জন্য শরিয়তে শাস্তির বিধান রয়েছে এবং খালেস নিয়তে অন্তরের সাথে তওবা না করলে যে সকল গুনাহ মাফ হয় না, তাকে 'গুনাহে কবীরা' বা জঘন্য পাপ বলা হয় ।


কবিরা গুনাহের তালিকা

নিম্নলিখিত কার্যসমূহ গুনাহে কবীরা বা জঘন্য পাপ বলে গণ্য ঃ 

(১) আল্লাহ্ তা'আলার সাথে অন্য কোনো বস্তুর শরিক করা।


 (২) ওজর ছাড়া ইসলামি শরিয়তের কোনো ফরজ হুকুম পালন না করা। 


(৩) ওজর ছাড়া ফরজ নামাজ ও ওয়াজিব নামাজ না পড়া।


 (৪) যে কোনো কারণেই আত্মহত্যা করা।


 (৫) মাতাপিতার অবাধ্য হওয়া এবং তাদেরকে মন্দ বলা। 


(৬) জেনা (ব্যভিচার) করা এবং তার প্রতি অন্যকে উৎসাহিত করা। 


(৭) কাউকেও অন্যায়ভাবে হত্যা (কতল) করা। 


(৮) শরাব (মদ) পান করা; গাঁজা, আফিম ইত্যাদি মাদক-দ্রব্যের অভ্যাস করা। 


(৯) এতিমের ধন-সম্পদ আত্মসাৎ বা খেয়ানত করা। 


(১০) দোকানের মাল বিক্রি করার সময় ওজনে কম দেওয়া। 


(১১) জুয়া খেলা অথবা জুয়ার মতো কোনো খেলাধুলায় শরিক হওয়া। 


(১২) মিথ্যা কথা বলা, মিথ্যা শপথ করা ও মিথ্যা সাক্ষ্য দেয়া। 


(১৩) কাউকেও কোনো প্রকার প্রতারণা করা ও প্রবঞ্চনা দেয়া। 


(১৪) অন্যের সম্পদ চুরি-ডাকাতি করা বা অপহরণ করা। 


(১৫)জোর-জবরদস্তি করে অন্যের সম্পত্তি আত্মসাৎ করা। 


(১৬) কোনো লোকের ওপর যাদু-মন্ত্র, বান-টোনার চালানি দেয়া বা প্রয়োগ করা। 


(১৭) সুদ-ঘুষ খাওয়া ও গ্রহণ করা এবং দেওয়া। 


(১৮) ইসলামের শত্রুদের সাথে ভালোবাসা রাখা। 


(১৯) কোনো নারী বা পুরুষের চরিত্রের ওপর অন্যায়ভাবে দোষারোপ করা বা অপবাদ দেওয়া। 


(২০) যে কোনো ভাবে ভবিষ্যদ্বাণী করা। 


(২১) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। 


(২২) মৃত পশু-পাখির গোশত খাওয়া । 


(২৩) কসম করে তা ভঙ্গ করা। 


(২৪) ন্যায়সঙ্গত কারণ ব্যতীত এক মুসলমান অন্য মুসলমানের সঙ্গে যুদ্ধ করা। 


(২৫) ইসলামের জন্য জিহাদে যোগদান করে জিহাদের ময়দান হতে পলায়ন করা । 


(২৬) রাসূলে করীম (সা.)-এর কোনো কাজের বিরুদ্ধে সমালোচনা করা। 


(২৭) রাসূলে করীম (সা.)-এর কোনো সাহাবীকে গালমন্দ দেওয়া। 


(২৮) নিজের মনগড়া বাক্যকে রাসূলে করীম (সা.)-এর হাদীস বলা । 


(২৯) জেনে-শুনে-বুঝে সত্যকে গোপন করা। 


(৩০) অহঙ্কার বা আচার-ব্যবহারে ঔদ্ধত্য জাহির করা । 


(৩১) দুই ব্যক্তি বা দুই দলের ভিতর ঝগড়া-বিবাদ বা যুদ্ধ লাগিয়ে দেওয়া। 


(৩২) সগীরা গুনাহকে সাধারণ মামুলি মনে করে বারংবার করা।


 (৩৩) ধর্মীয় রীতি-নীতির ভিতরে বদ-রসম প্রবর্তন বা প্রচলন করা। 


(৩৪) ফরজ গোসল দরকার হলে তা না করা । 


(৩৫) কারো সাথে কোনো চুক্তিপত্র করে তা ভঙ্গ করা। 


(৩৬) মানুষদেরকে অসৎ পথের সন্ধান দেওয়া বা আহ্বান করা।


 (৩৭) কোনো মুসলমান ব্যক্তিকে অন্যায়ভাবে কাফির বলা । 


(৩৮) হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করা। 


(৩৯) কোনো পশুর সাথে জেনা করা। 


(৪০) পুরুষের সাথে পুরুষের এবং মেয়েলোকের সাথে মেয়েলোকের সঙ্গম করা। 


(৪১) আল্লাহ্ তা'আলার রহমত হতে নিরাশ হওয়া। 


(৪২) বিধর্মীদের পূজা-পর্বন বা অনুষ্ঠানে যোগ দেয়া। 


(৪৩) মানুষকে দেখাবার জন্য কোনো সৎকাজ বা ইবাদত করা।


 (৪৪) সম্পত্তির অংশ হতে মহিলা হকদারকে বঞ্চিত করা। 


(৪৫) না জেনে না বুঝে কোনো বিষয়ে ফতোয়া দেওয়া ইত্যাদি আরো বহু প্রকারের কবীরা গুনাহ আছে যা স্বল্প পরিসরে বর্ণনা করা সম্ভবপর হলো না।


কবিরা গুনাহ, কবিরা গুনাহের তালিকা


Read


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন