কালিমা তায়্যিবা | কালিমা শাহাদাত | ৫ কালিমা সমুহ

ইসলামের ৫ কালিমা বাংলা উচ্চারণ সহ


কালিমা তায়্যিবা | কালিমা শাহাদাত | ৫ কালিমা সমুহ


কালিমা পাঁচ প্রকার। যথা- 

(১) কালিমায়ে তৈয়্যব, 

(২) কালিমায়ে শাহাদত,

 (৩) কালেমায়ে তাওহীদ,

 (৪) কালেমায়ে তামজীদ ও

 (৫) কালিমায়ে রদ্দে কুফর।


১. কালিমায়ে তৈয়্যব ঃ 

لا إله إلا الله محمد رسول الله


উচ্চারণঃ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।


অর্থঃ আল্লাহ তা'আলা ছাড়া অন্য কোনো উপাস্য নেই। হযরত মুহাম্মদ (আ.) তাঁর প্রেরিত বান্দা ও রাসূল।



২. কালিমায়ে শাহাদাত


أشهد أن لا إله إلا الله وحده لاشريك له وأشهد أن محمدا عبده و رسوله


উচ্চারণঃ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।


অর্থ ঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ তা'আলা ছাড়া অন্য কেউ মাবুদ (উপাস্য) নেই। তিনি একা, তাঁর কোনো শরিক নেই। এবং আমি আরো সাক্ষ্য দিতেছি যে, হযরত মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসূল।


৩. কালেমায় তাওহীদ


لا إله إلا أنت وأحدا لاثاني لك محمد رسول الله إمام المتقين رسول رب العلمين


উচ্চারণ ঃ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদালন। ছানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকীনা রাসূলু রাব্বিল 'আলামীন।


অর্থ ঃ তুমি ছাড়া কেউ উপাস্য নেই। তুমি একা, তোমার কোনো দ্বিতীয় নেই। আল্লাহর প্রেরিত মুহাম্মদ (সা.) মুত্তাকীনদের (ধর্মভীরুগণের) অগ্রগামী এবং বিশ্বপালকের প্রেরিত পুরুষ।



৪. কালিমায়ে তামজীদ


لا إله إلا أنت نورا تهدى الله لنوره من تشا : محمد رسول الله إمام المرسلين خاتم النبيين


উচ্চারণ ঃ লা ইলাহা ইল্লা আনতা নূৱাইয়্যাহদিয়াল্লাহু লিনুরিহী মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালীনা খাতামুন্নাবিয়্যীন।


অর্থ ঃ তুমি ছাড়া কেউ উপাস্য নেই। তুমি জ্যোতির্ময় আল্লাহ। তুমি যাকে ইচ্ছা জ্যোতি (আলো) দান করো। হযরত মুহাম্মদ (সা.) রাসূলগণের ইমাম ও শেষ নবী।


 ৫. কালিমায়ে রদ্দে কুফর


اللهم إني أعوذ بك من أن أشرك به شيئا ونؤمن به . واستغفرك ما

اعلم به وما لا أعلم به وأتوب وأمنت وأقول أن لا إله إلا الله محمد رسول الله


উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আন উশ্বরিকা বিকা শাইআউ ওয়া নু’মিনু বিহী, ওয়াসতাগফিরুকা মা আ'লামু বিহী ওয়ামা লা আ'লামু বিহী ওয়া আতূবু ওয়া আমানতু ওয়া আকুলু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।


অর্থঃ হে আল্লাহ! আমি তোমার সাথে অন্য কাউকেও শরিক করা হতে এবং এর ওপর বিশ্বাস স্থাপন করা হতে পানাহ চাইছি। আমার জানা এবং অজানা সমুদয় বস্তু হতে তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি। আর আমি তোমারই নিকট তওবা করছি এবং তোমারই ওপর ঈমান আনছি এবং আমি এ কথাও বলছি যে, আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর রাসূল।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন